Cantonment Public School & College, Jahanabad
Cantonment Public School & College
Jahanabad Cantonment, Khulna
College Code: 4053 | EIIN - 132029 |


LogIn
সহ-শিক্ষামূলক কার্যক্রম
সহ-শিক্ষামূলক কার্যক্রম

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য পাঠ্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এই কার্যক্রমগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দক্ষতা এবং ব্যক্তিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য প্রতিষ্ঠানগুলো সাধারণত বিভিন্ন ক্লাব গঠন করে, যেখানে শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও প্রতিভা অনুযায়ী অংশগ্রহণ করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য ক্লাবগুলো হলোঃ

১. কালচারাল ক্লাব (সাংস্কৃতিক ক্লাব):
এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, নাটক, আবৃত্তি, লোকসংগীত ইত্যাদির চর্চা করার সুযোগ পায়। জাতীয় ও সাংস্কৃতিক দিবসগুলো উদযাপনে এ ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ।

২. খেলাধুলা ক্লাব:
শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমসে অংশগ্রহণের সুযোগ পায়।

৩. গণিত ক্লাব:
এই ক্লাব শিক্ষার্থীদের গণিত বিষয়ে দক্ষতা বাড়ানোর পাশাপাশি অলিম্পিয়াড প্রস্তুতি, ধাঁধা সমাধান এবং যৌক্তিক চিন্তাভাবনা বিকাশে সহায়তা করে।

৪. সাধারণ জ্ঞান ক্লাব:
এ ক্লাব শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি, বিজ্ঞান, ইতিহাস, ভূগোলসহ বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধির সুযোগ দেয়। কুইজ প্রতিযোগিতা ও তথ্যভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়।

৫. কম্পিউটার ক্লাব:
তথ্যপ্রযুক্তি-নির্ভর যুগে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জনে এ ক্লাবের ভূমিকা অপরিসীম। এখানে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

৬. বিতর্ক ক্লাব:
এই ক্লাব শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও বক্তৃতা দক্ষতা উন্নত করে। বিভিন্ন প্রতিযোগিতা ও বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৭. ইংলিশ ক্লাব:
আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি দক্ষতা অর্জনের জন্য এ ক্লাব কার্যকর ভূমিকা পালন করে। স্পোকেন ইংলিশ, রচনা প্রতিযোগিতা, ড্রামা ও কুইজের আয়োজন করা হয়।

৮. সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাব:
শিক্ষার্থীদের সাহিত্যচর্চা ও সৃজনশীল প্রকাশের সুযোগ করে দেয় এ ক্লাব। কবিতা, গল্প, প্রবন্ধ রচনা, আবৃত্তি এবং সাহিত্য সভার আয়োজন করা হয়।

৯. চিত্রাঙ্কন ক্লাব:
এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা অঙ্কন, পেইন্টিং, কার্টুন ও পোস্টার ডিজাইনে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে।

১০. বিজ্ঞান ক্লাব:
বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে এবং নতুন উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে বিজ্ঞান ক্লাব কাজ করে। বিজ্ঞান মেলা, প্রকল্প প্রদর্শনী এবং পরীক্ষামূলক কার্যক্রম এখানে অন্তর্ভুক্ত।

এই ক্লাবগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বইপড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে পারে।

CONTACT US

ADDRESS

Jahanabad Cantonment
Khulna

PHONE NO.

01769564544

01769564543

EMAIL

cpsc.khulna@gmail.com