আমাদের বৈশিষ্টসূহ
১. সেনানিবাসের অভ্যন্তরে রাজনীতি, কোলাহল ও ধূমপানমুক্ত সুশৃঙ্খল পরিবেশে সেনাবাহিনী তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।
২. এখানে মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা শিক্ষার্থীদের সুশিক্ষিত, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা হয়।
৩. নিয়মিত ক্লাসটেস্ট, সাপ্তাহিক, মাসিক ও সাময়িক পরীক্ষা, ফাইনাল এবং মডেল টেস্টের মাধ্যমে চূড়ান্ত পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে প্রস্তুত করা হয়।
৪. ইংরেজি ও কম্পিউটার শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
৫. বিভিন্ন ক্লাবের মাধ্যমে (কালচারাল ক্লাব, খেলাধুলা ক্লাব, বিজ্ঞান ক্লাব) সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
৬. আধুনিক সরঞ্জামাদিসহ পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটার ল্যাব আছে।
৭. অবসর সময়ে (অফ পিরিয়ডে) পড়াশোনার সুবিধাসহ পত্র-পত্রিকা, সাধারণ জ্ঞান, পাঠ-সহায়ক পুস্তকসমৃদ্ধ পাঠাগার আছে।
৮. ক্যাম্পাসে খেলাধুলার বিভিন্ন সরঞ্জামসহ ২টি সুপ্রশস্থ খেলার মাঠে ছেলে ও মেয়েদের আলাদা খেলার ব্যবস্থা আছে।
৯. নিয়মিত কলেজ বার্ষিকী ও দেয়াল পত্রিকা প্রকাশ এবং শিক্ষা সফরের ব্যবস্থা আছে।
১০. গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হয়।
১১. SSC-তে বিজ্ঞান গোল্ডেন A+ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষায় A+ প্রাপ্তদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।
১২. BNCC-তে অংশগ্রহনের সুযোগ রয়েছে।
১৩. SSC ও HSC-তে GPA-5 প্রাপ্তদের ISSB-তে সরাসরি অংশগ্রহনের সুযোগ।
সহ পাঠ্যক্রম ব্যবস্থা
১. ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি ছাড়াও আন্তঃকক্ষ খেলাধূলার ব্যবস্থা আছে।
২. পিটি-প্যারেড ও ড্রিলের মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভাবে শিক্ষার্থীদের সাপ্তাহিক সমাবেশ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
৩. আন্তঃশ্রেণি ফুটবল, ক্রিকেট প্রতিযোগিতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
৪. শিক্ষার্থীদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশের জন্য নিয়মিত সাহিত্য-সাংস্কৃতিক বিষয়গুলোর অনুশীলন এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহে চিত্রাকর্ষক ও মনোজ্ঞ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়।
৪. সংগীত শিক্ষকের মাধ্যমে আগ্রহী ছাত্রদের সংগীত শিক্ষা দেয়া হয়।
৫. শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠানের বার্ষিক ম্যাগাজিন “ঐকতান” এর নিয়মিত প্রকাশনা করা হয়।
৬. শ্রেণিশিক্ষকদের তত্ত্বাবধানে বছরের সুবিধাজনক সময়ে সকল শ্রেণির জন্য শিক্ষা সফরের ব্যাবস্থা করা হয়।
৭. বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বক্তৃতা, প্রবন্ধ রচনা, চিত্রাঙ্কন ইত্যাদি প্রতিযোগিতা আয়োজন করা হয়।
৮. জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলাধূলা, কবিতা আবৃত্তি, বক্তৃতা, বিতর্ক ইত্যাদি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এ ধরণের প্রতিযোগিতায় যাতে শিক্ষার্থীরা কৃতিত্ত্বের স্বাক্ষর রাখতে পারে এজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অনুশীলনের ব্যবস্থা করা হয়।
শিক্ষার্থীদের সহপাঠ্যকার্যক্রমে উদ্বুদ্ধকরণ এবং মেধার স্বীকৃতিদানের উদ্দেশ্যে প্রতি বছর বর্ণাঢ্য বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Jahanabad Cantonment
Khulna
01769564544
01769564543
cpsc.khulna@gmail.com